শিক্ষার্থীদের জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না : শিক্ষামন্ত্রী

Looks like you've blocked notifications!
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ বুধবার দুপুরে ঢাকার সাভারে অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে বক্তব্য দেন। ছবি : এনটিভি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় কোনো দাবি-দাওয়ার প্রয়োজন হয় না। এমনিতেই সব প্রয়োজন মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

আজ বুধবার দুপুরে ঢাকার সাভারে অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষা নিয়ে বর্তমান সরকার সব সময় সব বিষয়ে গুরুত্ব দেয়। তাই কোনো দাবি-দাওয়া থাকলে সেটি সরকারকে জানাতে হবে। সেগুলো যদি যুক্তিসংগত হয়, সেগুলো বিবেচনায় নিয়ে এসে দেখা হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে তদন্ত প্রক্রিয়াধীন। তদন্তের পর অভিযোগ প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সেটি দেখা হবে।’

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. দীপু মনি বলেন, মন্ত্রিসভা রদবলের একমাত্র এখতিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই তিনি যেটা ভালো মনে করেন, সেটা করবেন।

এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে পাঠ্যপুস্তক উৎসবে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আবদুল গণিসহ আরো অনেকে।