শিমুলিয়ায় দক্ষিণবঙ্গের ঢাকামুখী যাত্রীর উপচেপড়া ভিড়

Looks like you've blocked notifications!
লকডাউন শিথিলের আগের দিন আজ মঙ্গলবার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীরা ফিরতে শুরু করেছে ঢাকার দিকে। ছবি : এনটিভি

লকডাউন শিথিলের আগের দিন শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে ঢাকামুখী যাত্রীর উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আজ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীরা ফিরতে শুরু করেছে ঢাকার দিকে। সরকারঘোষিত বিধিনিষেধের কারেণে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীর ঢল নামে। এদিকে, ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। বর্তমানে এ নৌরুটে সাতটি ফেরি চলাচল করছে। তা ছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গণপরিবহণ বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে হচ্ছে যাত্রীদের।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহম্মেদ জানান, নৌরুটে ছোট বড় মিলিয়ে বর্তমানে সাতটি ফেরি সচল রয়েছে। ফেরিতে হাজার হাজার যাত্রী পারাপার হচ্ছে। চার শতাধিক ছোট-বড় গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায়। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। গতকাল সোমবারের চেয়ে আজকে যাত্রীর ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে।