শিমুলিয়া ঘাট পারাপারে মাওয়া চৌরাস্তা থেকে ট্রাকের দীর্ঘ সারি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/06/munshiganj-1.jpg)
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের সারিবদ্ধ দীর্ঘ লাইন। লকডাউনের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার এ দৃশ্য দেখা গেছে।
এতে শিমুলিয়া ঘাট থেকে মাওয়া চৌরাস্তা পর্যন্ত সড়কের চওড়া স্থানে কিছু কিছু এবং মাওয়া চৌরাস্তা থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় সমষপুর পর্যন্ত কয়েক কিলোমিটার শুধুই ট্রাক আর ট্রাকের সারি।
জানা গেছে, পণ্যবাহী ট্রাক পারাপারে ফেরি না থাকায় ঘাট এলাকায় আটকা পড়েছে শতশত ট্রাক। দীর্ঘ সময় ঘাটে অবস্থানে ব্যয় বৃদ্ধির সঙ্গে ভোগান্তি পড়েছে ওই সব ট্রাকের চালক ও সহকারীরা। শুধু পণ্যবাহী ট্রাক পারাপারে সুযোগ তৈরির দাবি জানিয়েছে তারা।
মাদারীপুরগামী পণ্যবাহী ট্রাকের চালক মো. ফয়সাল বলেন, ‘লকডাউন আমরাও মানি। কিন্তু অন্তত একটি ফেরি দিয়ে শুধু ট্রাক পারপারের ব্যবস্থা করে দিলে দীর্ঘক্ষণ ভোগান্তিতে পড়তে হতো না আমাদের।’
আরেক ট্রাকচালক রহিমা মিয়া বলেন, ‘রাতের বেলা পার করবে বলছে। দিনের বেলা পার করে দিলে আমরা তাড়াতাড়ি মালামালগুলো পৌঁছাতে পারতাম। আমাদের ট্রাকে ড্রাইভার-হেলপার মিলে তিনজন। ঘাটে বেশিক্ষণ থাকলে খাইতে লাগে, অন্য খরচও আছে। ট্রিপের খরচ বাড়ব।’
এ বিষয়ে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, ‘ঘাটে যেসব ট্রাক আটকে আছে সেগুলো রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত পারাপার করা হবে। লকডাউনের নির্দেশনা অনুযায়ী দিনের বেলায় দুই ঘাট থেকে শুধু দুটি ফেরি চলবে। এসব ফেরি দিয়ে রোগী ও লাশবাহী অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে।’