সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল

শিরোপা জয় করায় মেয়েদের অভিনন্দন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

Looks like you've blocked notifications!
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (বায়ে) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করায় বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জিতেছে লাল-সবুজের দলের মেয়েরা।

এরপরই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে বিজয়ী বাংলাদেশ দলের সব খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, এ জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ নারী টিম বাংলাদেশকে বিশেষ মর্যাদা এনে দিয়েছে।

এ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারীরা আগামীতে ফুটবলে আরও এগিয়ে যেতে পারবেন বলে রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন।

এদিকে এক অভিনন্দন বার্তায় ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী ভারতকে পরাজিত করায় সব খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সব কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে অভিনন্দন জানান। 

ভবিষ্যতেও বাংলাদেশ দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।