শিল্পী ড. ভূপেন হাজারিকাকে স্মরণ করলো শিল্পকলা একাডেমি

Looks like you've blocked notifications!
উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ড. ভূপেন হাজারিকার ১১তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ড. ভূপেন হাজারিকার ১১তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়কারী এ এস এম শামসুল আরেফিন। আলোচক ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মনীষা হাজারিকা এবং ব্যতিক্রম মাসদোর সভাপতি ড. সৌমেন ভারতীয়া।

আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে দুটি সমবেত সংগীত পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল। সমবেত নৃত্য ‘আজ জীবন খুঁজে পাবি’এবং ‘সাঁজিয়ে দু'পাটি মাথার খোপাটি’পরিবেশন করে একাডেমির নৃত্যদল। একক সঙ্গীত ‘বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের’, ‘দোলা হে দোলা’, ‘দিল হুম হুম করে’, ‘We are the same boat brother’ পরিবেশন করেন আসাম (ভারত) থেকে আগত শিল্পী ময়ূখ হাজারিকা। একক সংগীত ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ’ও ‘আমি এক যাযাবর’পরিবেশন করেন শিল্পী মিসমি বোস। একক সংগীত ‘মানুষ মানুষের জন্য’পরিবেশন করেন ড. মাঈনু দেবী। একক সংগীত ‘তুমি নতুন পুরুষ, তুমি নতুন নারী’এবং ‘হৃদয়ের ব্যথা বিরহের কথা’পরিবেশন করেন শিল্পী গীতাঞ্জলি কাকতি। একক সংগীত ‘রঙিলা বাঁশিতে’পরিবেশন করেন শিল্পী দ্বীপশিখা ভরালি।

বাংলাদেশি শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করে শিল্পী লিয়াকত আলী লাকী, ইয়াসমিন আলী ও দিলবাহার খান।