শিশুদের তুলিতে ১০০ ফুট দীর্ঘ চিত্রাঙ্কন

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের ১০০ ফুট দীর্ঘ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি : এনটিভি

নড়াইলে ৬০ শিশু আঁকল ১০০ ফুট দীর্ঘ ছবি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তারা এই ছবি আঁকে। এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনে আজ শুক্রবার নড়াইলের শিশুস্বর্গ ভবনের অডিটরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৬০ জন শিশু প্যাস্টেল রঙের দীর্ঘ ছবিটি আঁকে। ছবিতে বঙ্গবন্ধু, জাতীয় পতাকা এবং গ্রামীণ দৃশ্য স্থান পায়। প্রতিযোগিতা শেষে তিন গ্রুপের নয়জন শিশু শিল্পীকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম।

এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জির সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার শিবুপদ দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের সভাপতি মলয় কুণ্ডু, সাধারণ সম্পাদক শরিফুল আলম লিটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব লিটু, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী বলদেব অধিকারী, সমীর মজুমদার প্রমুখ।