শিশু অধিকার রক্ষায় ক্রস সেক্টর বডি গঠন করা জরুরি : ডেপুটি স্পিকার

Looks like you've blocked notifications!
বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদ ডেপুটি স্পিকার ও শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান শামসুল হক টুকু। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ ডেপুটি স্পিকার ও শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান শামসুল হক টুকু বলেছেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভাসমান শিশুদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এদেরকে সম্পদ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। তাই সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে পথশিশুদের সকল সমস্যার সমাধান করতে হবে। বিশেষ করে শিশু অধিকার রক্ষায় একটি ক্রস সেক্টর বডি গঠন করা জরুরি।

আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডেপুটি স্পিকার।

ঢাকা আহ্ছানিয়া মিশন ও স্ক্যান বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে ডেপুটি স্পিকার আরও বলেন, ‘আজ যে শিশুটি জন্মগ্রহণ করছে সে রাষ্ট্রের মালিক। সুতরাং, সেই শিশুটি পথে থাকতে পারে না। তাকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে।’

ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ড. কাজী শরিফুল আলমের সভাপতিত্বে সেমিনারে ক্রস সেক্টর বডির ধারণা উপস্থাপন করেন স্ক্যান বাংলাদেশের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল। তিনি বলেন, ‘বর্তমানে দেশে পথশিশুর সংখ্যা প্রায় ১৫ লাখ। এসব শিশুদের মধ্যে মাদকে আসক্ত ৮৫ শতাংশ। খাবারের সংগ্রাম করছে ৮০ শতাংশ এবং যৌন নির্যাতন ও শোষণের শিকার ৪৬ শতাংশ।’

ড. কাজী শরিফুল আরও বলেন, ‘আগামীতে প্রতিটি শিশুকে মূল ধারায় আনাই হলো মূল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সকলের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’

সেমিনারে আরও বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আরিফুল কায়সার, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এমএম মাহমুদউল্লাহ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিপ্তরের স্বাস্থ্য শাখার যুগ্ম মহাপরিদর্শক মো. মতিউর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এএফএম গোলাম শরফুদ্দিন ও নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলাল।