শীত নেমেছে পঞ্চগড়ে, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

Looks like you've blocked notifications!
পঞ্চগড়ে শীতের সকাল, কমতে শুরু করেছে দিনের তাপমাত্রা। ছবি : এনটিভি

পঞ্চগড়ে ধীরে ধীরে দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। স্বচ্ছল ব্যক্তিরা শীত মোকাবিলায় লেপ-তোষক বানানো শুরু করেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হিমশিম খাচ্ছে দরিদ্র মানুষ। সংসার চালাবেন না শীতবস্ত্র কিনবেন এ নিয়ে সাধারণ মানুষ শঙ্কায় রয়েছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সোমবার সর্বনিম্ন ১৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতবছর এই দিনে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

গতবারের তুলনায় এবার শীত একটু দেরিতে আসছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান। ধীরে ধীরে তাপমাত্রা কমছে বলেও জানিয়েছেন তিনি।  গত কয়েকদিন ধরে শেষ বিকেল থেকে ঠান্ডা অনুভূত হচ্ছে।

পঞ্চগড়ে এখন রোজ সকালে সোনালী ধান ক্ষেতে শিশিরের বিন্দু দেখা যাচ্ছে। শেষ বিকেল থেকে ঠান্ডা অনুভুত হচ্ছে। রাতে কোনো কোনো দিন কুয়াশা বেশি পড়ে। সকাল ৮টা ৯টা পর্যন্ত বেশ ঠান্ডা থাকে। দিনের বেলা রোদের তাপে ঠান্ডা কমে গিয়ে গরম অনুভুত হয়। সন্ধ্যার পর গরম কাপড় ছাড়া বের হওয়া যাচ্ছে না। আর রাতের বেলায় কাঁথা-কম্বল ছাড়া থাকা যাচ্ছে না। অবশ্য দিনের বেলা তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রিতে উঠানামা করছে।

তেঁতুলিয়ার ভ্যান চালক ইসাহাক আলী বলেন, ‘শীত পড়ছে। ভোর থেকে ঠান্ডা লাগছে। সংসারের প্রয়োজনে ভোর থেকে ভ্যান নিয়ে ছুটতে হচ্ছে। চাল-ডালসহ সব জিনিসের দাম বেড়েছে। সংসার চালাবো না শীতের কাপড় কিনবো বুঝতে পারছি না। শীত মোকাবিলায় জ্যাকেট বা সোয়েটার প্রয়োজন।’

তেঁতুলিয়ার আশরাফুল ইসলাম বলেন, ‘হিমালয়ের কোল ঘেঁষা দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে আগাম শীত নামে। এবার ধীরে ধীরে শীত নামছে। দিনের বেলা রোদে তাপমাত্রা বাড়লেও  বিকেল থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।’

ভ্যানচালক সইরউদ্দিন বলেন, ‘শীতের কারণে আয় রোজগার কমে গেছে। সংসার চলে না। কিভাবে চলবো এটাই চিন্তার বিষয়।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান বলেন, ‘এবার শীত দেরীতে নামছে। গতবছর এ সময়ে তাপমাত্রা বেশ কম ছিল। এবার শীত মৌসুমে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রী সেলসিয়াস। তবে নভেম্বরের শেষ দিকে শীতের তীব্রতা আরও বাড়বে। তখন তাপমাত্রাও কমে যাবে।’