শেখ কামাল বিনয়ী ও নিষ্ঠাবান মানুষ ছিলেন : আ ফ ম বাহাউদ্দিন নাছিম

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘এই আগস্ট মাসে আমরা এমন একজনের জন্মদিন পালন করছি, যে তরুণ প্রজন্মের কাছে আইকন। শহীদ শেখ কামাল একজন বিনয়ী ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। ছাত্রজীবনে তিনি সফলতার সঙ্গে পড়াশোনা শেষ করেছেন। কিন্তু, ঘাতকদের বুলেটের আঘাতের কারণে তিনি তার সফলতাটুকু দেখিয়ে যেতে পারেননি। আজকের এ দিনে  আমরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এ ছাড়াও ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাসহ তাঁর পরিবারের যে ১৮ জন সদস্যকে হত্যা করা হয়েছে তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন। আজ শুক্রবার সকাল ১০টায় ধানমণ্ডি ৩২ নম্বরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এই আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এ সময় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এ আগস্ট মাসে আমরা যা হারিয়েছি তা কোনোদিন আমরা ফিরে পাব না।’

আ ফ ম বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘শহীদ শেখ কামালের আদর্শ আজকের তরুণ প্রজন্মের গ্রহণ করা উচিত, কারণ শহীদ শেখ কামাল শুধু একজন ভালো ছাত্রই ছিলেন না, একজন ভালো ছাত্রনেতা ও দক্ষ সংগঠক ছিলেন। তিনি শুধু ছাত্র রাজনীতি করেননি, তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি ক্রীড়া খাত নিয়ে ব্যাপক কাজ করেছেন।’

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।