শেখ হাসিনা দেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন : আইনমন্ত্রী

Looks like you've blocked notifications!
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ শনিবার রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কাউন্সিলে কথা বলছেন। ছবি : আইন মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার মতো কেউ কাজ করেনি। তিনি দেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন।

 

আজ শনিবার (৪ মার্চ) রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, ‘বিএনপি ও এরশাদ সাহেবের সরকার দেশের মানুষকে শোষণ করেছে। তাদের এই রাজনীতি বন্ধ করেছে জননেত্রী শেখ হাসিনা। তিনিই বাংলাদেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন। উন্নয়নের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা যা কিছু করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন (চার লেইনের রাস্তা) ও এইট লেনের রাস্তা করেছেন। তিনি ক্ষমতায় থাকলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’

এর আগে আজ সকালে ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী জজ বিচারকদের জন্য আয়োজিত ১৩ম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুল হক। সেই অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘আদর্শ সমাজ ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় আইনের শাসন এবং ন্যায়বিচারের গুরুত্ব অপরিসীম। বিচারকগণ এতে প্রত্যক্ষ ভূমিকা পালন করে থাকেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগ বিকাশ এবং গণতন্ত্র সুসংহতকরণেও বিচারকদের পরোক্ষ অবদান রয়েছে।’ 

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর দেওয়া সংবিধানে বিচার বিভাগকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন। শুধু তাই নয়, বিচারকদেরকে বিচারকর্মে স্বাধীন থাকার সাংবিধানিক অধিকার প্রদান করেছেন তিনি। এর মূল উদ্দেশে, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।’