শেরপুরে একজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
শেরপুর জেলা ও দায়রা জজ আদালত। ফাইল ছবি

শেরপুরে নকলায় দুই শিশুকে ধর্ষণের মামলায় শামীম মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এই রায় দেন।

রায়ে শামীম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

সাজাপ্রাপ্ত শামীম নকলা উপজেলা ভুরদী নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম কিবরিয়া ভুলু জানান, ২০১৯ সালের ৯ মে বিকেলে নকলায় কৃষক পরিবারের দুই শিশুকন্যাকে বিস্কুটের লোভ দেখিয়ে শামীম মিয়া ধর্ষণ করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়। পরে পরিবারের পক্ষ থেকে নকলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। 

এই মামলায় নির্যাতিতা শিশুসহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে শামীম মিয়াকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন আদালত।