শেরপুরে গজনী কালচারাল সেন্টারের যাত্রা শুরু

Looks like you've blocked notifications!
শেরপুরে গজনী কালচারাল সেন্টার গতকাল শুক্রবার উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। ছবি : এনটিভি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গজনী অবকাশে যাত্রা শুরু করল ‘গজনী কালচারাল সেন্টার’। গতকাল শুক্রবার বিকেলে এর যাত্রা শুরু হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি বিকাশকে উদ্দেশ করে তৈরি হয়েছে কালচারাল সেন্টারটি।

গজনী কালচারাল সেন্টার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। এ সময় শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদ, আদিবাসীনেতা রবেতা আরেং উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, কালচারাল সেন্টার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে আসা মানুষদের বাড়তি আনন্দ জোগাবে। সেন্টারটির মূল উদ্দেশ্য—গারোপাহাড় এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিজস্ব সংস্কৃতি বিকাশ।