শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলেসহ ৩ নিহতের ঘটনায় গ্রেপ্তার ১

Looks like you've blocked notifications!
শেরপুরে সড়ক দুর্ঘটনার পর পলাতক ট্রাকচালক র‍্যাবের হাতে গ্রেপ্তার। ছবি : এনটিভি

শেরপুরে বাবা-ছেলেসহ ৩ সিএনজিচালিত অটোরিকশার যাত্রীকে চাপা দেওয়া ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৪ এর সিপিসি-১-এর একটি দল। আজ সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলা সদরে দিকপাড়া এলাকা থেকে চালক মাসুমকে গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার রাতে সদর উপজেলার মির্জাপুর এলাকার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।  এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে র‌্যাব ১৪ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৩ জানুয়ারি শেরপুর জেলা সদরের তাতালপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার বাবা ছেলেসহ ৩ যাত্রী নিহত হওয়ার পর থেকেই ট্রাকচালক মাসুম পলাতক ছিলেন। র‌্যাবের হাতে গ্রেপ্তার হবার পর মাসুম জানিয়েছেন, তার ড্রাইভিং লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়াই তিনি নিয়মিত বিভিন্ন রুটে ট্রাক চালিয়ে আসছিলেন।’