শেরপুরে ডাকাতি করা ভোজ্যতেল কেনায় জাপা নেতা গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
শেরপুরের নকলা উপজেলার তেল ব্যবসায়ী ও জাতীয় পার্টির নকলা উপজেলার সাধারণ সম্পাদক ওয়ালী উল্যাহ। ছবি : সংগৃহীত

ডাকাতি করা ভোজ্যতেল কেনার দায়ে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন শেরপুরের নকলা উপজেলার তেল ব্যবসায়ী ও জাতীয় পার্টির নকলা উপজেলার সাধারণ সম্পাদক ওয়ালী উল্যাহ।

গতকাল বুধবার রাতে জেলার নকলা পৌরশহরের উত্তর বাজার থেকে ওয়ালী উল্যাহকে গ্রেপ্তার করে নরসিংদী থেকে আসা ডিবি পুলিশের একটি দল।

এ সময় ওয়ালী উল্যাহর উমামা তেলের মিল থেকে ভরা অবস্থায় ২০টি সয়াবিন তেলের ড্রাম ও খালি ৪০টি ড্রাম জব্দ করে ডিবি পুলিশ।

নরসিংদীর ডিবি পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, গত ৯ জানুয়ারি র‌্যাব পরিচয়ে নরসিংদীর শিবপুর এলাকা থেকে একদল ডাকাত তেলের ড্রামভর্তি ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। পরে তাদের কাছ থেকে ওয়ালী উল্যাহ ডাকাতি করা তেল কিনে নেন। পুলিশ চার ডাকাতকে এর আগে গ্রেপ্তার করলে তারা ওয়ালী উল্যাহর কাছে তেল বিক্রি করেছেন বলে জানান। এরই পরিপ্রেক্ষিতে ওয়ালী উল্যাহকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশের এই কর্মকর্তা জানান, এই তেল মূলত কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মশিউর রহমান নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি মিল থেকে কিনেছিলেন। তিনি বাদী হয়ে মামলা করেন। সেই মামলার তদন্ত করছে নরসিংদী ডিবি পুলিশ।