শেরপুরে তক্ষকসহ গ্রেপ্তার ২

Looks like you've blocked notifications!
শেরপুরের শ্রীবরদীর কর্ণজোড়া পশ্চিম বাজার থেকে তক্ষকসহ গ্রেপ্তার দুই চোরাকারবারি। ছবি : এনটিভি

শেরপুরের শ্রীবরদীতে পাচারকালে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪‌। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁদের শ্রীবরদীর কর্ণঝোরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—শ্রীবরদী উপজেলার মাটিফাঁটা গ্রামের মো. সুজন (৩৮) ও মাধবপুর গ্রামের আলী হোসেন (২৮)। 

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ‍এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান চালায়। অভিযানের সময় শেরপুর জেলার শ্রীবরদী থানার কর্ণজোড়া পশ্চিম বাজার সংলগ্ন গরুর হাটের সামনে থেকে একটি তক্ষকসহ ওই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।