শেরপুরে নারীর বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার

Looks like you've blocked notifications!
শেরপুরের নকলা উপজেলার গণপদ্দি এলাকা থেকে পুলিশের উদ্ধার করা নারীর কঙ্কাল। ছবি : এনটিভি

শেরপুরের নকলা উপজেলার গণপদ্দি এলাকা থেকে কাফনে মোড়ানো এক নারীর বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে পুলিশ ওই এলাকার একটি কলাবগান থেকে এ কঙ্কালটি উদ্ধার করে।

নকলা থানার পরিদর্শক (তদন্ত) ইস্কান্দর কবির জানিয়েছেন, গণপদ্দি এলাকার খৈয়ামের কলাবগানে গরুর জন্য ঘাস কাটতে যায় স্থানীয় কয়েকজন। এ সময় ঝোপের ভেতর একটি বস্তা দেখতে পেয়ে বস্তাটি খুললে, তার ভেতর কাফনে মোড়ানো কঙ্কাল দেখতে পায় তারা। পরে থানায় জানালে পুলিশ গিয়ে বস্তাসহ কঙ্কাল উদ্ধার করে। মাথার চুল দেখে ধারণা করা হচ্ছে কঙ্কালটি নারীর। কঙ্কালের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

ইস্কান্দর কবির আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কাল চোর চক্রের কাজ এটি। কবর থেকে কঙ্কাল তুলে বিক্রি করার জন্য বস্তা ভরে কলাবাগানে রেখে দেওয়া হয়েছিল। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। আদালত অনুমতি দিলে কঙ্কালটি পুনরায় দাফন করা হবে।