শেরপুরে নিখোঁজ সেবিকা ও তাঁর সন্তানের মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
শেরপুরে সেবিকা রোকসানা ও তাঁর শিশু ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে। ছবি : এনটিভি

শেরপুরে ছয় দিন নিখোঁজ থাকার পর রোকসান (২৮) নামে এক সেবিকা ও তার আট বছর বয়সী শিশু সন্তান রাফিদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের সিংপাড়া এলাকার ভাড়া বাড়ির সেপটিক ট্যাংক থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেবিকার মা জানান, গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন তাঁর মেয়ে রোকসানা ও তাঁর শিশু সন্তান রাফিদ। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল বুধবার তাঁরা থানায় নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

পুলিশ আজ দুপুরে ঘটনাস্থল দেখতে আসে। এরপর বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।

রোকসানার স্বজনদের অভিযোগ, রোকসানার স্বামী মাশুকের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। কিছুদিন আগেও তাঁকে মারধর করায় তিনি মারাত্মক আহত হন। 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে তাদের কীভাবে হত্যা করা হয়েছে।