শেরপুরে বন্যহাতির হামলায় কৃষক নিহত

Looks like you've blocked notifications!
শেরপুরের শ্রীবরদীতে এক কৃষক বন্যহাতির হামলায় নিহত হয়েছেন। ছবি : এনটিভি

শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির হামলায় নিহত হয়েছেন এক কৃষক। এ সময় গুরুতর আহত হয়েছেন এক তরুণ। আজ শুক্রবার (১৪ এপ্রিল) ভোররাতে শ্রীবরদী উপজেলার গারোপাহাড়ের প্রত্যন্ত এলাকা ঝুলগাঁওয়ের সোনাঝুরি পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আব্দুল করিম (৩০) আর গুরুতর আহত তরুণের নাম কবির।

নিহত কৃষক আব্দুল করিমের স্বজনরা জানায়, রাতে একপাল বন্যহাতি ধানক্ষেতে নেমে এলে ক্ষেত রক্ষায় স্থানীয়দের সঙ্গে করিম ও কবির যোগ দেন। রাত আড়াইটার দিকে হাতি তাড়ানোর একপর্যায়ে উল্টো বন্যহাতির পাল তাদের তাড়া করে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে করিম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন কবির। আহত কবিরকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে আজ সকালে শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস জানিয়েছেন, মূলত ধানক্ষেত রক্ষা করতে গিয়ে এই ঘটনা ঘটে। হামলায় নিহত পরিবারের খোঁজ রাখছে প্রশাসন। নিহত ও আহতের ক্ষতিপূরণের জন্যও বনবিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।