শেরপুরে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
শেরপুরের ভাতশালা ইউনিয়ন থেকে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার কামাল হোসেন। ছবি : এনটিভি

শেরপুরে একটি শুটার গান ও এক রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে জেলা সদরের ভাতশালা ইউনিয়ন থেকে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। কামালের বাড়ি শেরপুর জেলা সদরের গণই মমিনাকান্দায়। র‌্যাবের দাবি কামাল অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি ১ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান গ্রেপ্তারের বিষয়ে জানান, তাদের কাছে খবর ছিলো মাদক ও অস্ত্র ব্যবসায়ী কামাল শেরপুর জেলা সদরের ভাতশালা গ্রামের জনৈকা সাবিনার বাড়িতে অবস্থান করছে। এর প্রেক্ষিতে র‌্যাব অভিযান চালালে সাবিনার বসতঘর থেকে কামালকে গ্রেপ্তার করা হয়। এ সময় কামালের স্বীকারোক্তিতে ওই বসত ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে র‌্যাবের অভিযানিক দল। 

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, কামাল দীর্ঘদিন ধরেই মাদকের ব্যবসা করে আসছে। কামালকে শেরপুর থানায় সোপর্দ করে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।