শেরপুরে সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
শেরপুরের শ্রীবরদীতে সমাবেশ থেকে ফেরার পথে বিএনপির ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিএনপির ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শ্রীবরদী পৌর এলাকায় বিএনপির সহযোগি সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের কর্মী সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি ও তাঁতী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানিয়েছেন, বিএনপি কর্মীরা রাষ্ট্রদ্রোহী স্লোগান দেয়, পুলিশের ওপর হামলা করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। সে কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ১৫ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৪০ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

এদিকে জাতীয়তাবাদী তাঁতী দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। তিনি বলেন, ‘পুলিশের সাথে কোনো ঘটনাই ঘটেনি। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে কোনো কারণ ছাড়াই কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়েছে পুলিশ।’