শেরপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের মতবিনিময়
শেরপুরের গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল মতবিনিময় করেছেন। আজ রোববার দুপুরে শেরপুর প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুভাষ চন্দ বাদল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে যে উদ্যোগ নিয়ে কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন, তা বিশ্বের আর কোনো দেশেই আমার চোখে পড়েনি। এ ছাড়া প্রধানমন্ত্রী সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে নানা সুযোগ-সুবিধা দিয়ে আসছেন।’
এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আঁধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলের বাড়ি শেরপুরে।