শেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!
স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শেরপুর সদর উপজেলার মুকসেদপুর গ্রামের এমদাদুল হক লালু। ছবি : এনটিভি

শেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী এমদাদুল হক লালুকে (৪০) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে লালুর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আখতারুজ্জামান।

মামলা সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার মুকসেদপুর গ্রামের এমদাদুল হক লালু সদর উপজেলার ছয়ঘড়িপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে রোকসানা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় যৌতুক হিসেবে মোটরসাইকেল, আসবাবসহ প্রায় তিন লাখ টাকার মালামাল যৌতুক হিসেবে নেন লালু। পরে আরও যৌতুকের লোভে রোকসানার উপর অত্যাচার চালাতে থাকেন তিনি। ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় যৌতুকের দাবিতে রোকসানাকে পিটিয়ে মারাত্মক আহত করেন তিনি। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই মারা যান রোকসানা।

এ ঘটনায় রোকসানার ভাই ডা. গোলাম মোস্তফা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। সেই মামলার রায়েই বিচারক লালুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।