শেরপুরে ১৮ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ

Looks like you've blocked notifications!
শেরপুরে নকলা উপজেলা শহরের হলপট্টি মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১৮ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ছবি : এনটিভি

শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিনের একটি চালান জব্দ করা হয়েছে। গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জেলার নকলা উপজেলা শহর থেকে নিষিদ্ধ এই পলিথিনের চালান জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও এনএসআই সূত্রে জান যায়, উপজেলা শহরের হলপট্টি মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১৮ বস্তায় ভর্তি মোট ১১ মণ পলিথিন জব্দ করা হয়।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মোহাম্মদ আল মাহমুদ জানান, নকলার হলপট্টি মোড়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বিপণনের উদ্দেশে বিপুল পলিথিন জেলা শহরে নিয়ে আসা হচ্ছিল।

গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য ও সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। এ ব্যাপারে পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা করা হয়েছে। অটোরিকশাচালক অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন। পরে অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।