শেষ হলো ছাত্রলীগের ৩০তম সম্মেলন

Looks like you've blocked notifications!
ছাত্রলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

ছাত্রলীগের ৩০তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে। সম্মেলনে সবার সম্মতিতে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সব প্রার্থীদের জীবনবৃত্তান্ত প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগের নির্বাচন কমিশনার।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এ সিদ্ধান্ত হয়। এ অধিবেশনের স্থায়িত্ব ছিল মাত্র ১৫ মিনিট।

দ্বিতীয় অধিবেশনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এ অধিবেশনে প্রার্থীদের নাম প্রস্তাব হবে। প্রস্তাবের পক্ষে সমর্থন ও পাস করে সেটি নেত্রীর কাছে পাঠাবে। পরে নেত্রী যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করবেন।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের পরই ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য বলেন, ‘আজকে দ্বিতীয় অধিবেশন থেকে আমরা প্রার্থীদের নাম আপার কাছে পাঠাব। এতে আপনারা একমত?’

এ সময় উপস্থিত সবাই একমত পোষণ করেন।

লেখক ভট্টাচার্যের বক্তব্যের পর ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘আমরা এখান থেকে সবার সিভি আপার কাছে পাঠাব। আপা আমাদের সবচেয়ে বড় অভিভাবক। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত।’