শোলাকিয়া ঈদগাহ নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জে গতকাল মঙ্গলবার কৃষিবিদ ডক্টর সৈয়দ আলী আজহারের ‘সৃষ্টির ক্রমধারায় ইসলামের বিকাশ ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ছবি : এনটিভি

কিশোরগঞ্জে কৃষিবিদ ডক্টর সৈয়দ আলী আজহার লিখেছেন ‘সৃষ্টির ক্রমধারায় ইসলামের বিকাশ ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ’। বইটিতে বিশ্বে ইসলামের আগমন এবং বিকাশের ধারাবাহিকতায় শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রতিষ্ঠার ইতিহাস ও পরবর্তীতে মাঠ পরিচালনার পরিক্রমা নিয়ে তথ্যবহুল আলোচনা উপস্থাপন করা হয়েছে।

জেলা শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান।

কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আ. লতিফের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ ন ম নৌশাদ খান ও পৌর মেয়র মো. পারভেজ মিয়া।