শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
স্ত্রীকে গলাটিপে হত্যার মামলায় প্রধান আসামি স্বামী মো. রুবেলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

শরীয়তপুরের সখিপুর থানার সখিপুর ইউনিয়নে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঝগড়ার একপর্যায়ে ছেলে-মেয়ের সামনে স্ত্রীকে গলাটিপে হত্যার মামলায় প্রধান আসামি স্বামী মো. রুবেলকে (৩৫) পাঁচ দিন পর গ্রেপ্তার করেছে সখিপুর থানা পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, রুবেলের বাড়ি চাঁদপুরের মতলবে। সেখান থেকে শরীয়তপুরের সখিপুরে শ্বশুরবাড়ি বেড়াতে আসার পথে রুবেল ও স্ত্রী শাহানাজের (২৫) মধ্যে কথা কাটাকাটি হয়। তাঁরা সখিপুরের মোল্লা কান্দি বিলের মধ্যে এলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দুই ছেলে-মেয়ের সামনেই স্ত্রীকে গলাটিপে হত্যা করে পালিয়ে যান স্বামী রুবেল।

ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘রুবেল বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে পালিয়ে ছিলেন। অবশেষে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গতকাল সোমবার রাতে চাঁদপুরের মতলব থেকে আটক করে সখিপুর থানায় আনা হয়।’