সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ : আমীর খসরু

Looks like you've blocked notifications!
রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : বিএনপির মিডিয়া সেল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ‘সংবিধান মানুষের অধিকার রক্ষার জন্য, দেশের শান্তির জন্য ও মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য। সবকিছু ধ্বংস করে সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই। সংবিধান সংশোধন করতেই হবে। কিন্তু, এই সরকার আবারও সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তবে, সংবিধানের দোহাই দিয়ে আর ক্ষমতায় যাওয়া যাবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান সরকার খালি সংবিধানের দোহাই দিচ্ছে। তাহলে দিনের ভোট রাতে করা কি সংবিধান লঙ্ঘন নয়? বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া সংবিধান লঙ্ঘন নয়?’

বাংলাদেশে বর্তমানে জীবনের কোনো নিরাপত্তা নেই দাবি করে আমীর খসরু বলেন, ‘সম্প্রতি নওগাঁয় জেসমিন আক্তারকে তুলে নিয়ে হত্যা করা হলো। প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া হয়েছে। তার আগে সুপ্রিমকোর্ট বার নির্বাচনে সাংবাদিকদের পেটানো হয়েছে।’

দেশের মানুষ কম খাচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বাংলাদেশের ৭১ শতাংশ পরিবার প্রয়োজনের তুলনায় কম খাচ্ছে। ৩৭ শতাংশ পরিবার মাঝে মধ্যে একবেলা না খেয়ে থাকছে।’

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফোরামের সভাপতি প্রকৌশলী এ টি এম সামস উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সহসভাপতি প্রকৌশলী মোস্তফা-ই-জামান সেলিম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ প্রমুখ।