সজীব গ্রুপের চেয়ারম্যান-সিইওসহ আটজনের বিরুদ্ধে হত্যামামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড লিমিটেডের জুস কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেমসহ আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে হত্যামামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. জায়েদুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, ‘আজ পুলিশ বাদী হয়ে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ এনে রূপগঞ্জ থানায় ৩০২ ধারায় এই মামলা করেছে। মামলায় সজীব গ্রুপের শীর্ষ আট কর্মকর্তার নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।’
এরই মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার আরও বলেন, ‘তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।’
মামলার আসামিরা হলেন সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আাবুল হাশেম, আবুল হাশেমের চার ছেলে হাসিব বিন হাশেম, তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীম এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহান শাহ আজাদ, হাশেম ফুড লিমিটেডের ডিজিএম মামুনুর রশিদ ও অ্যাডমিন প্রধান সালাউদ্দিন।
আজ সব আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে।
সাত সদস্যের তদন্ত কমিটি
কারখানায় এই অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ এনটিভি অনলাইনকে বলেন, ‘নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারীকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি চাইলে আরও লোক নিতে পারবে। যদি তাঁরা মনে করেন, পানি, গ্যাস ও বিদ্যুতের লোক নেবেন, নিতে পারবেন।’
নিহতের পরিবার পাবে দুই লাখ টাকা
ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে শ্রম কল্যাণ ট্রাস্ট থেকে দুই লাখ টাকা এবং আহত শ্রমিকদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। গতকাল ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।