সন্ত্রাসীদের গুলিতে আ.লীগনেতা নিহত

Looks like you've blocked notifications!
খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত দিঘলিয়া থানা আওয়ামী লীগনেতা শেখ আনসার আলী। ছবি : এনটিভি

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক আওয়ামী লীগনেতা। তিনি দিঘলিয়া থানা আওয়ামী লীগনেতা শেখ আনসার আলী। সম্প্রতি দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন তিনি। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন আততয়ীদের গুলিতে আহত হয়ে পরে মারা গেলে সেই মামলার আসামি ছিলেন এই শেখ আনসার আলী।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ শুক্রবার জুমার নামাজ পড়ে শেখ আনসার আলী বাসায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান জানান, শিরোমনির বাইতুল মামুর মসজিদ হতে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে অজ্ঞাত পরিচয় তিনজন একটি মোটরসাইকেলে করে এসে পিস্তল দিয়ে তাঁর বুকে গুলি করে। এ সময় সন্ত্রাসীদের আটকাতে গেলে জাহিদ খন্দকার নামে একজন আহত হন। পরে গুলিবিদ্ধ শেখ আনসার আলী পাশের বাড়ির সামনে গিয়ে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সন্ত্রাসীরা পরে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

ওসি আরও জানান, নিহত শেখ আনসার আলীর মরদেহ ময়নতদন্তর জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।