সব পূজামণ্ডপ থাকবে সিসিটিভির আওতায়, টহল দেবে ভ্রাম্যমাণ আদালত

Looks like you've blocked notifications!
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আসন্ন দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত মণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তায় আনসার সদস্যেরা নিয়োজিত থাকবেন। পূজামন্ডপগুলো সিসিটিভির আওতায় থাকবে এবং ভ্রাম্যমাণ আদালত টহল দেবে।’

আজ রোববার সচিবলায়ে স্বরাষ্ট্র মন্তণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এবার সব মণ্ডপে আনসার স্থায়ীভাবে থাকবে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি থাকতেই হবে। নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। পূজার সময় ভ্রাম্যমাণ আদালত টহল দেবে।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’