সরকারের পতন আমরা ঘটাবোই ঘটাবো : হেলেন জেরিন খান

Looks like you've blocked notifications!
কুমিল্লা টাউন হল মাঠে আজ শনিবার বিএনপির গণসমাবেশে বক্তব্য দেন মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। ছবি : এনটিভি

মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, ‘কুমিল্লা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভালোবাসার বিভাগ। আজকে আপনারা কার কথা শুনতে চান? ভোটচোর প্রধানমন্ত্রীর কথা, নাকি ওবায়দুল কাদেরের কথা, নাকি শাহরিয়ারের কথা?’ শেখ হাসিনা যশোরে গিয়ে বলেছেন, ‘আপনারা ওয়াদা করেন, আবার নৌকায় ভোট দেবেন।’ এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, আমরা ওয়াদা করি, শেখ হাসিনা সরকারের পতন আমরা ঘটাবোই ঘটাবো।’

কুমিল্লা টাউন হল মাঠে আজ শনিবার বিএনপির গণসমাবেশে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির এই গণসমাবেশ শুরু হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে সারা দেশের ১০টি সাংগঠনিক বিভাগে এ গণসমাবেশ করছে বিএনপি।

স্থানীয় বিএনপি নেতারা সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‌আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হবে না, হতে দেওয়া হবে না।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপেদষ্টা অধ্যাপক ডা. শাহিদা রফিক, মনিরুল হক চৌধুরী, উকিল আবদুস সাত্তার ভূইয়া, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া প্রমুখ।

সমাবেশ পরিচালনা করছেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর বিএনপি সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, কুমিল্লা দক্ষিণ বিএনপি সদস্য সচিব মো. জসিম উদ্দিন। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেটে অনুষ্ঠিত ৭টি সমাবেশের পর আজ শনিবার কুমিল্লায় বিভাগীয় পর্যায়ে বিএনপির ৮ম সমাবেশ।

চলমান আন্দোলনের গতি অব্যাহত রাখার পদক্ষেপের অংশ হিসেবে গত ২৭ সেপ্টেম্বর ১০টি বিভাগীয় শহরে ধারাবাহিক জনসভার ঘোষণা দেয় বিএনপি।