সরকারের হাতে টাকা নেই, গোঁজামিল দিয়ে দেশ চালাচ্ছে : জিএম কাদের

Looks like you've blocked notifications!
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ছবি তার ফেসবুক আইডি থেকে নেওয়া

সরকারের হাতে টাকা নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তাঁর দাবি, সরকার গোঁজামিল দিয়ে দেশ চালাচ্ছে। আজ সোমবার (২০ মার্চ) রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘জোড়াতালি দিয়ে এবং ধার করে দেশ চালানোর চেষ্টা করছে তারা (সরকার)। উন্নয়ন ও অগ্রগতির কথা বলে প্রতিদিন দেশকে পিছিয়ে দেওয়া হচ্ছে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘উন্নয়নের নামে বিশাল বিশাল অবকাঠামো ও মেগা প্রজেক্ট হচ্ছে। এর সুফল আমরা এখনও দেখিনি। গত বাজেটের সময় জনপ্রতি ঋণের ভার ছিল প্রায় এক লাখ টাকা। এখন ঋণের বোঝা আরও বেড়েছে। সরকারের হাতে টাকা নেই। এমন বাস্তবতায় সরকার নতুন করে এক লাখ কোটি টাকা ছাপাচ্ছে। এ জন্য দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতি হচ্ছে।’

রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমে গেছে জানিয়ে জি এম কাদের বলেন, ‘আমদানি অর্ধেকে নেমে এসেছে। প্রবাসীদের আয় এবং রপ্তানি থেকে যে আয় হয়, তার চেয়ে দেশের ব্যয় অনেক বেশি। সরকার রিজার্ভের যে হিসাব দিচ্ছে, তা আইএমএফের হিসাব অনুযায়ী ২২ দশমিক পাঁচ বিলিয়ন ডলার কম। সরকার বলেছে, রিজার্ভ আছে ৩১ বিলিয়ন ডলার।’ তিনি আরও বলেন, ‘আইএমএফ বলছে, এখানে অন্তত আট দশমিক পাঁচ বিলিয়ন ডলার নেই। এই টাকা বিভিন্ন জায়গায় ঋণ দেওয়া হয়েছে এবং লগ্নি করা হয়েছে।’

বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন স্থান থেকে আমরা ঋণ করার চেষ্টা করছি। কিন্তু, তারা আমাদের ঋণ না দিলে দেশ যেকোনো মুহূর্তে দেউলিয়াত্বের মধ্যে চলে যেতে পারে। উন্নয়নের নামে বড় বড় মেগা প্রকল্প হয়েছে। গুটিকয়েক মানুষ লাখ-কোটি টাকার মালিক হয়েছে। এই টাকা তারা বিদেশে পাচার করেছে, ব্যাংক লুটপাট হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই সামনের দিনগুলো আমাদের জন্য অশুভ হয়ে দাঁড়াবে।’

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেছেন, ‘দলীয় সরকারের অধীনে স্বাভাবিকভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে, কোনো কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকার সবক্ষেত্রে দলীয়করণ করে কর্তৃত্ববাদী সরকার হিসেবে আবির্ভূত হয়েছে।’