সরকার জনজীবন বিপন্ন করে তুলেছে : এমরান সালেহ প্রিন্স

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশে আজ শনিবার অংশ নিয়েছে দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : এনটিভি

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার জনজীবন বিপন্ন করে তুলেছে। জনদুর্ভোগ সৃষ্টি করেছে। এর বিরুদ্ধে মানুষ আজ জেগে উঠেছে।

আজ শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত লোডশেডিং, জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সারের মূল্য ও পরিবহণ ভাড়া বৃদ্ধি এবং ভোলায় নূরে আলম, আবদুর রহিম, নারায়ণগঞ্জে মো. শাওন ও মুন্সীগঞ্জে শহীদুল ইসলাম শাওন হত্যাসহ দমন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন। মিছিলটি ত্রিশালের দরিরামপুর থেকে বের হয়ে ত্রিশাল-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।

প্রিন্স বলেন, ‘নির্যাতন করে চলমান আন্দোলন দমন করা যাবে না। নূরে আলম, আবদুর রহিম, শাওন, শহীদুল ইসলাম শাওনের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি। তাদের রক্ত বৃথা যেতে দেব না।’

তিনি বলেন, ‘ক্ষমতায় থেকে নির্বাচন করার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। পাতানো নির্বাচনের নামে আর প্রহসন করতে পারবে না আওয়ামী লীগ। নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিয়ে জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা হবে।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে যুদ্ধের বিরুদ্ধে কথা বলে মানবিক সাজবার চেষ্টা করছেন। অথচ জনগণের আন্দোলন দমন করতে গুম, খুন করে তারা মানবিকতার চরম লঙ্ঘন করছে।’

তিনি বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে পুলিশসহ নিরাপত্তা বাহিনীকে জনগণের মুখোমুখি দাড় করিয়ে সর্বনাশা খেলায় মেতে উঠেছে। এর আগে র‍্যাবকে দিয়ে গুম খুন করিয়ে মানবাধিকার লঙ্ঘনের দায়ে আমেরিকা র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যখন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার, তখন জনদুর্ভোগের বিরুদ্ধে গণবিক্ষোভ নস্যাত করতে পুলিশকে দিয়ে হত্যা করিয়ে পুলিশ বাহিনীকেও বিপদে ঠেলে দিচ্ছে।’

মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহমদ বাচ্চু, শুক্কর মাহমুদ ববি, ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়া প্রমুখ।