সরগরম পাড়েরহাট মাছ বাজার, দিনে ৪০ লাখ টাকার কেনাবেচা

Looks like you've blocked notifications!
সামুদ্রিক মাছ। ছবি : সংগৃহীত

বিভিন্ন সামুদ্র্রিক মাছের আমদানিতে ভরপুর পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র। প্রতি দিন সাগর থেকে ফেরা জেলেরা ট্রলারে করে বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসে এই অবতরণ কেন্দ্রে। ফলে ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাকে সরগরম হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ এ মাছের বাজার।

জানা গেছে, জেলার এই মৎস্য অবতরণ কেন্দ্রে মৌসুমে প্রতি দিন ১৫ থেকে ২০টি ট্রলার মাছ নিয়ে ঘাটে ভিড়ে। আর প্রতি দিন এ বাজারে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার মাছ কেনা-বেচা হয়।

ভোরের আলো ফোটার আগেই পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে সমুদ্র থেকে নানারকম মাছ নিয়ে হাজির হন জেলেরা। এ জেলার মানুষের সামুদ্রিক মাছের প্রতি আগ্রহ বেশি। তাছাড়া বছরের এ সময়টিতে সামুদ্রিক মাছের আমদানিও বেশি থাকে। ফলে শীত মৌসুমের এ সময়টিতে সামুদ্র্রিক মাছের বেশির ভাগ ট্রলারই এ অবতরণ কেন্দ্রে ভিড়ে।

তবে, বাংলাদেশের জেলেদের আধুনিক ফিশিং বোট না থাকায় তারা ঠিকভাবে মাছ ধরতে পারছেন না। এতে পিরোজপুরের মৎস্য অবতরণ কেন্দ্রে ট্রলারের ভিড় থাকলেও জেলেদের জালে তেমন মাছ ধরা না পড়ায় বাজারে সামুদ্রিক মাছের দাম তুলনামূলক বেশি।