সশস্ত্র বাহিনীর ৪২৫৩ সদস্য করোনায় আক্রান্ত
অসহায় মানুষকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও কাঁচাবাজারের চাহিদা পূরণ করতে কক্সবাজারে সেনাবাজারের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। ফাইল ছবি
সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের চার হাজার ২৫৩ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা।
আইএসপিআর জানায়, শুধু গত সপ্তাহেই সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৭১৩ সদস্য কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন আটজন। মৃত্যুবরণকারী সবাই সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরে গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে এক লাখ পার হয়েছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা।

নিজস্ব প্রতিবেদক