সাইবার মামলায় ২ সাংবাদিক বেকসুর খালাস

Looks like you've blocked notifications!
দৈনিক সময়ের খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু (বামে) ও সাংবাদিক সোহাগ দেওয়ান। ছবি : ইউএনবির প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া

সাইবার মামলায় দুই সাংবাদিককে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণা করেন খুলনা বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল বিচারক কনিকা বিশ্বাস। 

খালাসপ্রাপ্তরা হলেন—খুলনা থেকে প্রকাশিত দৈনিক সময়ের খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু ও সাংবাদিক সোহাগ দেওয়ান।

নথি হতে জানা গেছে, ২০১৭ সালের ১৮ মে দৈনিক সময়ের খবরে খুলনার ‘সিএমএম আদালতে কর্মচারী নিয়োগে ফের জটিলতা! সভাপতির পদত্যাগ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এই সংবাদে ক্ষুদ্ধ হয়ে সেসময়ের চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতের নাজির ও ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার সাহা বাদী হয়ে প্রতিবেদক সোহাগ দেওয়ান ও তৎকালীন ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোতাহার রহমান বাবুকে আসামি করে তথ্য ও যোগাযেগি প্রযুক্তি আইনের ৫৭৩৬৬ ধারায় মামলা করেন। পরবর্তীতে এই মামলায় ঢাকা এবং খুলনায় সাইবার ট্রাইবুনালে ১২ জন সাক্ষ্য দেন।

উল্লেখ্য, খুলনায় একাধিক সাংবাদিকের নামে সাইবার মামলা চলমান। তবে, খুলনায় কর্মরত সাংবাদিকদেন এই প্রথম খালাসের রায় হলো।