সাগরে নিখোঁজ ৬৫ জেলে উদ্ধার

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের হলদেবুনিয়া এলাকা থেকে ৬৫ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত তিনটি মাছ ধরার ট্রলারও উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকেলে বনবিভাগের সদস্যরা ট্রলারসহ ওই জেলেদের উদ্ধার করেন।

উদ্ধার জেলেদের মধ্যে বেশিরভাগই বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা। তাদের বাড়ি পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বনবিভাগ।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন চৌধুরী উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এসব জেলেরা ভারতীয় জলসীমায় চলে যান। ওই সময় মান্দারবাড়িয়া এলাকায় পাঁচটি ট্রলার ডুবে যায়। পরে তিনটি ট্রলার উদ্ধার করা হয়।

ভারতীয় কোস্টগার্ড ও জেলেরা ট্রলার তিনটি উদ্ধার করে সুন্দরবনের কাছাকাছি পৌঁছে দেন। এরপর বনবিভাগের সদস্যেরা তাঁদের উদ্ধার করেন।