সাঙ্গু নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
সাঙ্গু নদীতে গতকাল সোমবার গোসলে নেমে নিহত শিশু সোহাগ। ছবি : এনটিভি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর সোহাগ হাসান নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহাগ সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড়ের মনিরুল ইসলামের ছেলে।

জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে খেলতে নেমে সাঙ্গু নদীর কালিয়াইশ এলাকায় খেলতে নেমে পানিতে তলিয়ে যায় শিশু সোহাগ। স্থানীরা উদ্ধারে নেমে অনেক চেষ্টার পর ব্যর্থ হন। বিকেলে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রাথমিক উদ্ধার অভিযানে শিশুটির খোঁজ পাননি। পরে চট্টগ্রাম থেকে এসে ডুবুরি দলের পাঁচ সদস্য আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে শিশু সোহাগের মরদেহ উদ্ধার করেন তারা।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। স্রোতের কারণে উদ্ধার অভিযান সফল হয়নি। আমাদের পাঁচজনের একটি ডুবুরি দল চট্টগ্রাম থেকে এসে মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে নদীর তলদেশে ড্রেজার দিয়ে মাটি খননের কারণে সৃষ্ট গর্তে সোহাগের মরদেহ পাওয়া গেছে।’