সাতকানিয়ায় ৩০০ লিটার চোলাই মদ জব্দ, যুবক আটক

Looks like you've blocked notifications!
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩০০ লিটার চোলাইমদসহ এই যুবককে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ৩০০ লিটার চোলাইমদসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাজালিয়ার চিতামুড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  

 

গ্রেপ্তার হওয়া যুবকের নাম লা মং চিং মার্মা (২০)। তিনি বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায়। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমানের নির্দেশনায় এবং ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাতের তদারকিতে বাজালিয়া এলাকায় উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে চিতামুড়া নামক স্থানে অভিযান চালান। এ সময় পূজা দেবীর চায়ের দোকানের সামনে রাস্তায় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ৩০০ লিটার চোলাই মদসহ লা মং চিং মার্মাকে আটক করা হয়। 

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, ৩০০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।