সাতকানিয়ায় শিক্ষার্থীকে ইভটিজিংয়ে যুবকের কারাদণ্ড

Looks like you've blocked notifications!
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে সুকুমার সূত্রধর নামে এই যুবককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে সুকুমার সূত্রধর (৩৪) নামে  এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার পুরানগড়ে এ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা। দণ্ডাদেশপ্রাপ্ত সুকুমার সূত্রধরের বাড়ি উপজেলার পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ এলাকায়।

জানা যায়, আজ পুরানগড়ের রাইজিং স্টার কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার খবরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় সুকুমার সূত্রধরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা এ তথ্য নিশ্চিত করেছেন।