সাতক্ষীরায় ইউপি সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
তালা থানা। ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় ইউনিয়ন পরিষদ সদস্য আমিনুর ইসলাম মোড়লকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাকা চুরির অভিযোগে এক শিশুকে নির্যাতনের অভিযোগে করা মামলায় আজ শনিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুর রহমান মোড়ল সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী রেজাউল করিম জানান, গত ১০ নভেম্বর ইউপি সদস্য আমিনুর রহমান মোড়লের বাড়ি থেকে এক লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় ওই ইউপি সদস্যসহ কয়েকজন একই গ্রামের ১২ বছর বয়সী এক শিশুকে বাড়িতে আটক রেখে অমানুষিক নির্যাতন চালান।

পরে ওই শিশুকে উদ্ধার করে প্রথমে তালা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে ইউপি সদস্য আমিনুর ইসলাম মোড়লসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। পরে আজ শনিবার পুলিশ ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে।

আগামীকাল রোববার গ্রেপ্তার আমিনুর ইসলামকে আদালতে পাঠানো হবে।