সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Looks like you've blocked notifications!
সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। ছবি-এনটিভি।

সাতক্ষীরায় বিএসএফ এর গুলিতে আবু হাসান (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ রবিবার (৯ অক্টোবর) ভোর ৪টার দিকে সদর উপজেলার কালিয়ানী সীমান্তের খৈতলার বিপরীতে ভারতের দুবলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবু হাসান সীমান্ত লাগোয়া দক্ষিন কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে।

নিহতের বাবা হায়দার আলী জানান, শনিবার রাত ৯টার দিকে আবু হাসান বাড়ি থেকে কিছু টাকা নিয়ে বেরিয়ে যায়। এরপর ভোর ৫টায় দুবলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে ফেলে রেখে গেছে -এমন খবর পান। স্থানীয়রা আবু হাসানকে উদ্ধার করে সাড়ে ৬টার দিকে সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক খুলনার ৫০০ শয্যা হাসপাতালে রেফার করেন। এরপর অ্যাম্বুলেন্সে খুলনায় যাবার পথে সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান।

বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, নিহত আবু হাসান চোরাকারবারির কাজ করতো। তার বিরুদ্ধে কয়েকটি মাদকের মামলা রয়েছে। আবু হাসানের পেটের একপাশে গুলি লেগে অপর পাশ ছিদ্র করে বের হয়ে গেছে। তবে বিএসএফ গুলি করার বিষয়টি অস্বীকার করেছে।