সাতসকালে রাজধানীতে কালবৈশাখী ঝড়, কোথাও কোথাও শিলাবৃষ্টি

Looks like you've blocked notifications!
বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকা। ছবি : এনটিভি অনলাইন

রাজধানীতে আজ বুধবার সকালে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে।

আজ রাজধানীতে সূর্যোদয় হয় ভোর ৫টা ৩৩ মিনিটে। এরপর সকাল ৬টা ৪০ মিনিটের দিকে কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপর প্রথমে ঝোড়ো হাওয়া, পরে কালবৈশাখী ঝড় শুরু হয়। রাজধানীর বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হওয়ারও খবর পাওয়া গেছে। হঠাৎ ঝড়বৃষ্টিতে অফিসগামী লোকজন ও কর্মজীবীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়।

সকাল পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখার সময়ও ছিল মেঘলা আকাশ এবং বৃষ্টি পড়ছিল।

রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, টাঙ্গাইলসহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।