সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল ট্রফি জেতায় নারী ফুটবলারদের রাষ্ট্রপতির শুভেচ্ছা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলার ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি হামিদ এক অভিনন্দন বার্তায় নেপালের বিপক্ষে জয়ের জন্য দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।
রাষ্ট্রপতি বলেন, ‘এই বিজয় বিশ্বব্যাপী দেশের ফুটবলের জন্য সুনাম অর্জন করেছে।’ বিজয়ের এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।
গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের জাতীয় নারী দল।