সাবেক আইজিপির বাসার গ্রিল কেটে ৪৫ ভরি স্বর্ণ চুরি

Looks like you've blocked notifications!
রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপির বাসায় জানালার গ্রিল কেটে ঢুকে গতকাল সোমবার রাতে স্বর্ণ লুট করে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার মোজাম্মেল হকের রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের ২/এ ইস্টার্ন হাউজিংয়ের ষষ্ঠ তলার বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ লুট হয়েছে। গতকাল সোমবার রাতে জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে এই স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেলে রমনা থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

নূর মোহাম্মদ বলেন, ‘বাসাটি ডুপ্লেক্স। আমাদের সাবেক আইজিপি স্যারের বাসা। ওই বাসা থেকে সোমবার রাতের কোনো এক সময় এ স্বর্ণ চুরি করা হয়েছে। এ ঘটনা জানার পর ঘটনাস্থলে থানা পুলিশ ছাড়াও ডিবি, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থা উপস্থিত হয়ে কাজ করছে।’

নূর মোহাম্মদ বলেন, ‘স্যারের পরিবারের লোকজন থানায় এসেছেন। একটি মামলা করার প্রস্তুতি চলছে। আমরা সবকিছু তদন্ত করে দেখে দ্রুতই আসামিদের ধরে ফেলব বলে আশা করছি।’

খন্দকার মোজাম্মেলের স্ত্রী মিতালি হোসেন বলেন, গতকাল সোমবার রাতে তিনি ও তাঁর স্বামী সাবেক আইজিপি বাসার নিচে ঘুমাচ্ছিলেন। দুজন গৃহপরিচারিকাও ছিল বাসায়। উপরে কেউ ছিল না। সকালে ৮টায়  ঘুম থেকে উঠে কক্ষ পরিষ্কার করার জন্য গৃহপরিচারিকা উপরে গিয়ে দেখেন, একটি কক্ষ ভেতর থেকে আটকানো। পরে চাবি দিয়ে লক খুলে ভেতরে গিয়ে দেখা যায় গ্রিল কাটা। এ ছাড়া আলমারি ভেঙে লকারে থাকা গহনার পুরো বাক্সটি নেই। বাক্সে প্রায় ৪৫ ভরি স্বর্ণ ছিল এবং ৪০০ সিঙ্গাপুরি ডলার ছিল। পরে বুঝতে পারা যায়, দুর্বৃত্তরা বাসায় ঢুকে লুট করে নিয়ে গেছে।