সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
পাবনার বেড়া উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। সাবেক স্ত্রীকে (৩২) আবারও বিয়ে করার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। রাজধানীর আদাবর থানায় গত ২ অক্টোবর এ মামলা করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে গত ২ অক্টোবর ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছেন আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মাধব চৌধুরী।
ঢামেক হাসপাতালের ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমাদের এখানে ভোরে ওই নারীকে ভর্তি করা হয়। ৩ অক্টোবর সকালে তাঁর ফরেনসিক পরীক্ষা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।’
ওই নারীর দাবি, আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩০ সেপ্টেম্বর তাঁকে ঢাকায় নিয়ে আসেন তাঁর প্রাক্তন স্বামী। ঢাকায় নেওয়ার পর আদাবরের ১০ নম্বর রোডের একটি বাসায় গত ১ অক্টোবর শুক্রবার তাঁকে ধর্ষণ করা হয়।
স্থানীয় একটি সূত্র জানায়, ওই নারী অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। চলতি বছরের শুরুতে তাদের ডিভোর্স হয়। এরপর সাবেক স্ত্রীকে আবারও বিয়ে করার প্রলোভনে ঢাকা নিয়ে আসেন ওই ইউপি চেয়ারম্যান। এরপর ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে তিনি পালিয়ে যান।
এ ব্যাপারে ওই ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যাকে নিয়ে ধর্ষণের কথা বলা হচ্ছে, তিনি আমার দ্বিতীয় স্ত্রী। ভুল বোঝাবুঝি থেকে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।’