সারা দেশের মার্কেটে চাঁদাবাজি হচ্ছে : খন্দকার মোশাররফ
সারা দেশের মার্কেট ও বিপণীবিতানে চাঁদাবাজি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, সরকারি দলের ছত্রছায়ায় এসব চাঁদাবাজি চলছে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলায় জড়ানোর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
‘ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের কারণে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ হয়েছে’ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির আন্দোলন দমাতেই নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে।’
বিএনপির এ নেতা বলেন, ‘এদেশে যারা শাসন করেন এবং সরকারের যারা বাহিনী তাদের চাঁদাবাজির কারণেই নিউ মার্কেটের ঘটনার সূত্রপাত হয়েছে।’ তিনি বলেন, ‘সরকারের ছত্রছায়ায় যারা সরকারি দল করে, তাদের অঙ্গসংগঠন করে তারা চাঁদাবাজি করছে।’
খন্দকার মোশাররফ বলেন, ‘আজ মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এটা লজ্জাজনক।’
‘এর জন্য দায়ী আওয়ামী লীগ সরকার’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ এ সদস্য বলেন, ‘আজ আমরা যখন আন্দোলনে নেমেছি তখন নিউ মার্কেটের দোকানিরা প্রতিরোধ করতে শুরু করেছে। হেলমেটধারীরা এ প্রতিরোধ দমন করার জন্য হত্যা করেছে। আমি অবিলম্বে তাঁদের গ্রেপ্তার ও বিচার চাই। একই সঙ্গে মকবুল হোসেনসহ আমাদের বিএনপি নেতাকর্মীদের যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার ও তাঁদের মুক্তি চাই।’
বিএনপির এ নেতা বলেন, ‘বাংলাদেশ জাতীয়বাদী দলের অঙ্গসংগঠন ও দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ করে এ সরকারকে হটাতে হবে। এর কোনো বিকল্প নেই।’