সার নিয়ে অস্থিরতা তৈরি করলে কঠোর ব্যবস্থা : খাদ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
নওগাঁর মহাদেবপুরে আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : এনটিভি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল গুজব রটিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। সার নিয়ে অহেতুক অস্থিরতা তৈরি করলে কেউই রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্যমন্ত্রী আজ মঙ্গলবার নওগাঁর মহাদেবপুরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। 

খাদ্যমন্ত্রী বলেন, একটি মহল অহেতুক সার নিয়ে প্যানিক সৃষ্টি করছে। যাদের এক বস্তা সার প্রয়োজন, তারা দুই বস্তা সার সংগ্রহের চেষ্টা করছে। যাদের সার প্রয়োজন নেই, তারাও ডিলারের কাছে গিয়ে দীর্ঘলাইন ধরে একটা ঝামেলা তৈরি করে অঘটন ঘটানোর চেষ্টা করছে।

সরকার কৃষকবান্ধব উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, সার, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির সঙ্গে কেউ অনিয়ম-দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে জেল-জরিমানা, ডিলারশিপ বাতিলসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।