সিইসির রুটিন দায়িত্বে আহসান হাবিব খান

Looks like you've blocked notifications!
ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। অসুস্থতার কারণে তাঁর অনুপস্থিতিতে সিইসি হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ইসির যুগ্ম সচিব ও জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, গত মঙ্গলবার থেকে সিইসির জ্বর ছিল। বৃহস্পতিবার সকালে তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

অসুস্থ থাকায় গতকাল বুধবার নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। এজন্য তাঁকে ছাড়াই দ্বাদশ ভোটের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে ইসি।