সিরাজগঞ্জের সড়কে ঝরল ২ প্রাণ

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় আজ মঙ্গলবার বাসের চাপায় রিকশাচালক নিহত হয়। ছবি : এনটিভি

সিরাজগঞ্জে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল দুই প্রাণ। পৌর এলাকায় বাসচাপায় নিহত হন এক রিকশাচালক এবং চৌহালীতে মাটিবাহী ট্রলির চাপায় মারা যান ৬৫ বছর বয়সী এক নারী।

আজ মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় এবং সকাল সাড়ে ৬টার দিকে চৌহালী উপজেলার খাস পুকুরিয়া উত্তপাড়া গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক শরীফ হোসেন (২৫) সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লার বাসিন্দা ছিলেন এবং আম্বিয়া বেগম (৬৫) চৌহালী উপজেলার খাস পুকুরিয়া উত্তপাড়া গ্রামের। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় একটি যাত্রীবাহী বাস রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক শরীফ হোসেন নিহত হন। এসময় স্থানীয় বিক্ষুদ্ধরা বাসটি জব্দ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

অপরদিকে, চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, ‘সকালে খাস পুকুরিয়া গ্রামে আম্বিয়া বেগম রাস্তা পার হচ্ছিলেন। এসময় মাটিবাহী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’